সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ

|

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী একটি ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে বিজয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। এতে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন যাচ্ছিল। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মুকন্দপুর-হরষপুরের মাঝামাঝি পৌঁছালে একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেলবাহী ট্রেনটির একটি ওয়াগন বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সিঙ্গেল লাইন হওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এই ব্যাপারে আখাউড়া রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ মনির উদ্দিন জানান, ট্রেনটি আখাউড়া রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেছিল। পথে হরষপুর-মুকুন্দপুরের মাঝামাঝি স্থানে একটি ওয়াগন লাইনচ্যুত হয়। তেলবাহী ট্রেনটি উদ্ধারে আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply