Site icon Jamuna Television

যশোর জেলা যুবদলের সহ-সভাপতিকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

যশোর জেলা যুবদলের জেষ্ঠ্য সহ-সভাপতি বদিউজ্জামান (ধোনি)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ জুলাই) বেলা আনুমানিক ১২টার দিকে হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা। এর আগে, শহরের বেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে তিনি দুর্বৃত্তদের আক্রমনের শিকার হন। ঘটনার পর থেকেই এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বাড়ির সামনের একটি ফার্মেসিতে এসে বসেন বদিউজ্জামান (ধোনি)। এ সময় একদল দুর্র্বৃত্ত তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধোনিকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশের একাধিক টিম।

/এসএইচ

Exit mobile version