Site icon Jamuna Television

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে সিরাজুল আলম খান

ফাইল ছবি

বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষখ্যাত সিরাজুল আলম খান (৮০) শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।

সিরাজুল আলম খান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাই ডেফিশিয়েন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি আছেন। তার হাসপাতালে ভর্তি থাকার তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পরিচালক নাজমুল হক।

তিনি জানান, বর্ষীয়ান এ রাজনীতিককে বুধবার রাতে ঢাকা মেডিকেলে আনা হয়। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ৮০ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মঙ্গলবার (১২ জুলাই) তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে বলেও জানান তিনি।

গত বুধবার (৮ জুলাই) রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি দেশে আসা সিরাজুল আলম খানের হৃদপিণ্ডে আগে অপারেশন হয়েছিল। এ ছাড়া কোমরের হাড় ভেঙে যাওয়ায় তার হিপ ট্রান্সপ্লান্টও করতে হয়েছে।  

তার শারীরিক অবস্থা নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম জানান, মাইল্ড হার্টঅ্যাটাকে আক্রান্ত হলে গত বুধবার রাতে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসা দেয়ার পর রাত সাড়ে ১২টার দিকে ঢামেকে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, ষাটের দশকে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত ছাত্রলীগের ‘নিউক্লিয়াস’ এর উদ্যোক্তা ছিলেন সিরাজুল আলম খান। স্বাধীনতার পর আওয়ামী লীগ ভেঙে জাসদ গঠনের উদ্যোক্তাও ছিলেন তিনিই। সিরাজুল আলম খান সচারচর জনসম্মুখে আসতেন না এমনকি কোনো বক্তৃতা-বিবৃতি দেন না তিনি।

তার পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থেকে সম্প্রতি দেশে ফেরেন সিরাজুল আলম খান। তিনি রাজধানীর কলাবাগানে তার ভাইদের বাসায় থাকতেন।

/এসএইচ

Exit mobile version