রুশ অস্ত্র গুদামে রাতভর ইউক্রেনীয় হামলা, নিহত ৭

|

ছবি: সংগৃহীত

রাশিয়া নিয়ন্ত্রিত নোভা কাকোভকার একটি অস্ত্র গুদামে রাতভর রকেট হামলা চালিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। এ হামলায় অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, রুশ নিয়ন্ত্রিত নোভা কাকোভকার একটি অস্ত্র গুদামে রকেট হামলা চালিয়েছে তারা। এ হামলার কারণে হওয়া ব্যাপক বিস্ফোরণের ভিডিও এরইমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির।

মঙ্গলবার (১২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এ হামলায় ইউক্রেনীয় বাহিনী যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে রুশ বার্তা সংস্থা তাস এ ঘটনার ভিন্ন বর্ণনা দিয়ে বলেছে, খনিজ সার মজুতের একটি স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। এতে একটি মার্কেট, হাসপাতাল ও কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সারের কিছু উপাদান অস্ত্রেও ব্যবহৃত হয় বলেও জানিয়েছে তারা।

এদিকে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে রুশ বাহিনী দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহরের দুইটি চিকিৎসা কেন্দ্র ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে।

বিশ্লেষকদের ধারণা, সকালের ঘটনার পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply