নওগাঁয় রিলিফ নিতে যাওয়া নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ

|

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, নওগাঁ.

নওগাঁর ধামইরহাটে এক নারীকে ঘরে আটকে বিবস্ত্র করে অমানষিক নির্যাতনের অভিযোগ উঠেছে চৌকিদারের বিরুদ্ধে।

শুক্রবার (৮ জুলাই) স্থানীয় আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদে রিলিফ নিতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীর স্বজনরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

১২ জুলাই দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের বর্ণনা দেন ওই নারী। অভিযোগ করে বলেন, ঈদের আগে ইউনিয়ন পরিষদে রিলিফ নিতে গিয়েছিলেন তিনি। এ সময় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকের কাছে রিলিফ দাবি করেন। কিন্তু রিলিফ দিতে না চাইলে তখন কিছুটা বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চেয়ারম্যানের নির্দেশে চৌকিদার বাবু তাকে ঘরে আটক করে নির্যাতন চালায়। প্রায় ঘণ্টাখানেক তাকে আটকে রেখে ও বিবস্ত্র করে মারপিট করে চৌকিদার। কিছুক্ষণ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে, জিজ্ঞেস করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এসবের জন্য গ্রাম পুলিশকে দায়ী করেন তিনি। 

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, ঘটনাটি লোকমুখে শোনা যাচ্ছে। লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply