ইংলিশ বোলারদের নিয়ে ছেলেখেলা করে জয় ভারতের

|

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডকে ১১০ রানে অলআউট করে জয়ের কাজ অর্ধেক আগেই সেরে রেখেছিল ভারত। আর ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে জয় তুলে নিল ভারত। রোহিত-শর্মা ও শিখর ধাওয়ানের ব্যাটিং দাপটে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

ইংল্যান্ডের দেয়া ১১০ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে শুরুতে একটু রক্ষণাত্মক শুরু করে ভারত। প্রথম পাঁচ ওভারে আসে মাত্র ১৪ রান। তবে এরপরই খোলস থেকে বের হতে থাকেন রোহিত ও ধাওয়ান। তবে বেশি আগ্রাসী ছিলেন রোহিতই। জয়ের বন্দরে পৌঁছানোর আগে ৫৮ বলে ৭৬ রান করেন অধিনায়ক। আর ধাওয়ান অপরাজিত থাকেন ৩১ রানে।

এর আগে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান রোহিত শর্মা। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে দলীয় ৬ রানেই ইংলিশ শিবিরে আঘাত হানেন বুমরাহ। ৫ বল খেলে ০ রান করা জেসন রয়কে বোল্ড করে ধ্বংসযজ্ঞ শুরু করেন এই পেসার। ডাক মেরে একই রানে বুমরাহর বলেই ফেরেন জো রুট। দলীয় আর ১ রান যোগ হতেই বিদায় নেন সাদা বলের অধিনায়ক বেন স্টোকস। এবার আঘাত হানেন মোহাম্মেদ শামি।

এরপর দলীয় ১৭ ও ২৬ রানে বিদায় নেন টেস্টে আগুনে ফর্মে থাকা জনি বেয়ারস্টো ও হার্ডহিটার লিয়াম লিভিংস্টোন। এই দুইটি উইকেটও শিকার করেন বুমরাহ।

এরপর মঈন আলীকে নিয়ে ২৭ রানের পার্টনারশিপ গড়ে প্রতিরোধের ইঙ্গিত দিচ্ছিলেন অধিনায়ক জস বাটলার। তবে দলীয় ৫৩ রানের মাথায় মঈন ও ৫৯ রানে বাটলার ফিরলে প্রতিরোধের আশা ব্যর্থ হয় ইংলিশ শিবিরের। তবে নবম উইকেট জুটিতে ব্রাইডন কার্স ও ডেভিড উইলির ৩৫ রানের জুটিতে একশ রানের গণ্ডি পার করে ইংল্যান্ড। তবে, এই দুইজনকে বোল্ড করে ইনিংস আর বড় করতে দেননি বুমরাহ।

৭ ওভার ২ বলে ১৯ রান দিয়ে ৬ উইকেট নেন বুমরাহ। আর ৭ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট শিকার শামির। একটি উইকেট নেন প্রসিধ কৃষ্ণা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply