রুশ হামলায় ইউক্রেনের চাসিভ শহরে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এখনো চলছে ধ্বংসস্তুপে উদ্ধার অভিযান।
মঙ্গলবার (১২ জুলাই) ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। নিহতদের তালিকায় রয়েছে সদ্যভূমিষ্ট থেকে ৯ বছর বয়সী শিশু।
দোনেৎস্ক প্রদেশের গভর্নর পাবলো কিরিলেঙ্কো বলেন, ফায়ার ব্রিগেড এবং উদ্ধারকর্মীদের সহযোগিতায় ৭০ ভাগ ধ্বংসস্তুপ সরানোর কাজ শেষ হয়েছে। সে কারণেই, প্রতিদিন বেরোচ্ছে আরও মরদেহ। বাড়তে পারে প্রাণহানি।
শুক্রবার (৮ জুলাই) লোকালয় লক্ষ্য করে কয়েকদফা রকেট ছোঁড়ে রুশবাহিনী। তাতে, ধূলিসাৎ হয়ে যায় পাঁচতলা দু’টি ভবন। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের ঘরবাড়ি-স্থাপনাও। বেসামরিকদের ওপর এ হামলা স্রেফ যুদ্ধাপরাধ বলে দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
/এনএএস
Leave a reply