তীব্র তাবদাহে পুড়ছে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি প্রদেশ। বুধবার (১৩ জুলাই) ৮৬টি শহরে জারি করা হয় রেড অ্যালার্ট।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় শহরগুলোর তাপমাত্রা অতিক্রম করতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরম থেকে বাঁচতে সমুদ্র সৈকত, সুইমিং পুলে ভিড় জমাচ্ছেন বাসিন্দারা।
এ পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় সরকার। তাপমাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
হিটস্ট্রোক ও পানিশূন্যতা এড়াতে প্রচুর পানি ও তরল জাতীয় খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। চলতি সপ্তাহে ইউনান প্রদেশে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা করা হয়েছে যা এ যাবতকালের ইতিহাসে সর্বোচ্চ।
/এডব্লিউ

