Site icon Jamuna Television

ফুঁসলিয়ে ডেকে নিয়ে পাটক্ষেতে ধর্ষণের চেষ্টা, আটক ১

ষ্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ওরফে আনার (৫৫) নামে এক শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-১২ সদস্যরা। সোমবার গভীর রাতে উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনোয়ার হোসেন উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত পেশকার আলীর ছেলে।

মঙ্গলবার (২৯ মে) দুপুরে হাটিকুমরুল গোলচত্বরে র‌্যাব-১২ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাকিবুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২০ মে বিকেলে দত্তপাড়া গ্রামের একটি ৮ বছরের শিশুকন্যাকে ফুঁসলিয়ে ডেকে নিয়ে নিজ বাড়ির পাশের পাটক্ষেতে ধর্ষণের চেষ্টা করেন আনোয়ার হোসেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন আনোয়ার। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণচেষ্টার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Exit mobile version