দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মোস্তাফিজুর রহমান

|

দিল্লিতে নিযুক্ত নতুন বাংলাদেশি হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান। এরই মধ্যে তার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

দিল্লিতে বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমানে সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান। পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের এ কর্মকর্তা ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও ভারতে বিভিন্ন পদে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগে কাজ করার পাশাপাশি সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন মো. মোস্তাফিজুর রহমান।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাস করা এ কূটনীতিক লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর এবং ফ্রান্স থেকে স্নাতকোত্তর পরবর্তী ডিপ্লোমা অর্জন করেছেন। 

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply