মালদ্বীপ থেকে গোপনে সিঙ্গাপুরে পাড়ি দিয়েছেন গোতাবায়া?

|

বুধবার মাঝরাতে মালদ্বীপে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ ছেড়ে চলে যাবেন। তার পরবর্তী গন্তব্য হলো সিঙ্গাপুর। বার্তা সংস্থা রয়টার্সকে শ্রীলঙ্কার সরকারি একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের কাছে পরিচয় প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি জানায়, সিঙ্গাপুরে পৌঁছানোর পর স্পিকারের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেবেন এমন মনস্থির করেছিলেন গোতাবায়া। রয়টার্স সিঙ্গাপুরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিক গোতাবায়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা।

এর আগে জানানো হয়েছিল বুধবার (১৩ জুলাই) সন্ধ্যার আগে গোতাবায় আনুষ্ঠানিক পদত্যাগ পত্র দেবেন কিন্তু সেটি হয়নি।

এদিকে গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন স্পিকার। কিন্তু তার পদত্যাগের দাবিতেও সোচ্চার হয়েছে দেশটির সাধারণ জনগণ। তারা বলছেন, বিক্রমাসিংহে রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ লোক। সে রাজাপাকসেদের বাঁচানোর চেষ্টা করবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply