ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত ঋষি

|

ঋষি সুনাক। ছবি: সংগৃহীত

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে একধাপ এগিয়ে গেলেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। কনজারভেটিভ নেতা নির্বাচনে দলীয় এমপিদের প্রথম দফা ভোটাভুটিতে সর্বোচ্চ সমর্থন পেয়েছেন তিনি।

বুধবার (১৩ জুলাই) শুরু হয় বরিস জনসনের উত্তরসূরি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। প্রাথমিক বাছাইয়ে অংশ নেন আটজন প্রার্থী। ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাকের ঝুলিতে জমা হয় ৮৮ ভোট। ২য় অবস্থানে থাকা বাণিজ্যমন্ত্রী পেনি মরডেন্টের ভাগ্যে জোটে ৬৭ ভোট। ৫০ ভোট নিয়ে ৩য় অবস্থানে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। ন্যূনতম ২০ জন এমপির সমর্থন নিয়ে লড়াইয়ে টিকে আছেন কেমি বেডেনাচ, সুয়েলা ব্রেভারম্যান ও টম টুগেন্ডহাট।

আরও পড়ুন: তুরস্কের মধ্যস্ততায় রুশ-ইউক্রেন-জাতিসংঘের বৈঠকে যে আলোচনা হলো

বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভোটাভুটিতে অংশ নেবেন এই ছয় প্রার্থী। আগামী সপ্তাহের মধ্যে নির্ধারিত হবেন শীর্ষ দুই প্রার্থী। কনজারভেটিভ দলের ১ লাখ ৬০ হাজার সদস্যের ভোটে নির্বাচিত হবেন দলের নেতা। যিনি দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী পদেও।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply