বন্যায় বিপর্যস্ত ভারতের মুম্বাই শহর। জাতীয় আবহাওয়া অফিস পলগড়, নাসিক ও পুনে জেলায় জারি করেছে রেড অ্যালার্ট।
তাছাড়া মুম্বাইসহ ৮টি জেলায় বহাল রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট। কোমর পানিতে ডুবে গেছে বেশিরভাগ এলাকা। নিচু এলাকার ঘরবাড়িতে ঢুকে পড়েছে বন্যার পানি। বাসিন্দারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
তাদের অভিযোগ, রাজ্য সরকারের তরফ থেকে মিলছে না কোনো সহায়তা। চলতি মাসের শুরু থেকেই রাজনৈতিক কোন্দল চলছে মহারাষ্ট্রে।
এদিকে ভারতের আসাম রাজ্যে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। আশ্রয়কেন্দ্রগুলোয় রয়েছে আড়াই লাখের কম বাসিন্দা। বেশিরভাগই ফিরেছেন নিজ-নিজ ঘরবাড়িতে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে রাজ্যটিতে মারা গেছেন ২০০ মানুষ।
/এডব্লিউ
Leave a reply