Site icon Jamuna Television

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

রাজধানীর ভাষানটেক দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আতাউর রহমান আতাসহ (৪৬), বাপ্পি (৩৮) ও মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা (৫০)।

নিহতদের মধ্যে একজন, আতাউর রহমান সাভার এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব।

র‌্যাব এর পরিচালক মুফতি মাহমুদ জানান, রাত দু’টার দিকে দেওয়ানপাড়ার লোহার ব্রিজের পাশে নির্মাণাধীন একতলা বাড়িতে এই তিনজনের অবস্থানের কথা জানা যায়। রাত তিনটার দিকে র‌্যাব’র একটি দল সেখানে গেলে শুরু হয় বন্দুকযুদ্ধ। প্রায় ৪৫ মিনিট ধরে চলে গুলিবিনিময়। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তাদের মৃত্যু হয়। নিহত আতাউরের বিরুদ্ধে সাভার ও রাজধানীতে ২০টির মতো মামলা আছে। বাকি দু’জনের পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা করেছে র‌্যাব।

Exit mobile version