নেপালে প্রথমবারের মতো নাগরিকত্ব সংশোধনী বিল পাস

|

নেপালে প্রথমবারের মতো পাস হলো নাগরিকত্ব সংশোধনী বিল। বুধবার (১৩ জুলাই) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হয় বিলটি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নাগরিকত্ব আইনের দুর্বলতার কারণে বহু মানুষ চিকিৎসা ও শিক্ষা সেবা থেকে বঞ্চিত রয়েছেন। এমনকি বিদেশিদের নাগরিকত্ব দেয়ার ক্ষেত্রেও রয়েছে জটিলতা। এসব সংকট সমাধানে নাগরিকত্ব আইনে সংশোধনী আনার উদ্যোগ নেয়া হয়।

গেল দুই বছর ধরে বিতর্ক চলছিল বিলের সংশোধনী নিয়ে। এ লক্ষ্যে নতুন করে একাধিক ধারা সংযোজন করা হয় সংবিধানে। যেখানে বলা হয়, বিদেশি কোনো ব্যক্তি নেপালি কাউকে বিয়ে করলে তার নাগরিকত্বের জন্য ৭ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিরোধী শিবির এই প্রস্তাবের বিরোধিতা করলেও বির্তকিত এই ধারা রেখেই পাস করা হয় নাগরিকত্ব বিল। আগামী সপ্তাহেই উচ্চকক্ষে পাঠানো হবে বিলটি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply