আজও ঢাকায় ফিরেছেন অনেকে; যাত্রা ছিল স্বস্তিদায়ক

|

ঈদের পর আজ বৃহস্পতিবারও (১৪ জুলাই) ঢাকায় ফেরা মানুষের চাপ রয়েছে। যাওয়ার সময় ভোগান্তি পোহাতে হলেও রাজধানীতে স্বস্তি নিয়ে ফিরছেন সড়ক ও রেলপথের যাত্রীরা। তবে ঢাকার বাইরে ট্রেন ও বাসের টিকিট পেতে কোথাও কোথাও দুর্ভোগে পড়েন ফিরতি পথের যাত্রীরা। ঈদ শেষেই ফিরতে হবে কর্মস্থলে, তাই দেশের প্রায় প্রতিটি স্টেশনেই ছিল ফিরতি টিকিট কাটা যাত্রীদের চাপ।

এদিন রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকায় আসা ট্রেনগুলো ছিল যাত্রীতে ঠাসা। এরমধ্যে নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে ছেড়ে আসে চট্টগ্রামের পাহাড়িকা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস।

খুব একটা ভোগান্তি ছিল না সড়ক পথেও। দক্ষিণাঞ্চলের যাত্রীরা পদ্মা সেতু হয়ে যাওয়া-আসা করেছেন নির্বিঘ্নে। তুলনামূলক চাপ ছিল উত্তরের পথে। ভাড়া বেশি নেয়ার অভিযোগও আছে যাত্রীদের। মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দুই চাকার যান দেখা গেছে।

যানজট না থাকায় নির্ধারিত সময়ের আগেই সড়কে পথে রাজধানীতে প্রবেশ করতে পারেন কর্মজীবী মানুষ। আগামীতেও ভোগান্তি ছাড়াই ঈদ উদযাপন করতে পারবেন আশা রাজধানীতে ফেরা কর্মজীবীদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply