রাজধানীতে তীব্র গরম; বৃষ্টির অপেক্ষায় নগরবাসী

|

তপ্ত প্রখর রোদের দখলে প্রকৃতি। আকাশের চোখ রাঙানি জানান দিচ্ছে, মাঝ বর্ষায় বৃষ্টি নামক স্বস্তির দেখা মিলবে না। রাজধানীর গত কয়েকদিনের আকাশের সাথে শরতের আকাশ মিলে যাচ্ছে। স্বচ্ছ ক্যানভাসে নেই মেঘের আনাগোনা। বৃষ্টিতে যেখানে ঠান্ডা হওয়ার কথা, সেখানে প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। আবহাওয়া অধিদফতর বলছে, বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্পের প্রভাবে শুক্রবার পর্যন্ত এমন অসহনীয় গরম সহ্য করতে হবে।

আবহাওয়াবিদ মো আবদুল মান্নান জানান, বাতাসে জলীয়বাষ্পের পর্যাপ্ত জোগান আছে। এ কারণে একটু পরিশ্রম করলেই ঘেমে যাচ্ছে সবাই।

১৫ জুলাই পর্যন্ত বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের জন্য এমন অসহনীয় গরম সহ্য করতে হবে নগরবাসীকে।

খরতাপ থেকে বাঁচতে নানা পন্থা অবলম্বন করছেন। যারা বাড়ির বাইরে বেরিয়েছেন তাদের কেউ শরবত খাচ্ছেন, কেউ ঠান্ডা পানি, কেউ আবার আইসক্রিম খাচ্ছেন।

এদিকে, কষ্টটা বরাবরই বেশি খেটে খাওয়া মানুষের। আর যাদের কাজ খোলা আকাশের নিচে, তারা প্রকৃতির এই খেয়াল মেনেই নিয়েছেন। আপাতত বৃষ্টির অপেক্ষায় থাকা ছাড়া সবাই নিরুপায়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply