Site icon Jamuna Television

‘দলে নতুন বাঘ এসেছে’

ছবি: সংগৃহীত

‘দলে নতুন বাঘ এসেছে’ ব্যতিক্রমী উদযাপনে নিজের আগমনী বার্তা জানালেন নাসুম আহমেদ। অভিষেকেই সিরিজ জয়ের আনন্দ। তিন উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। কোচ রাসেল ডোমিঙ্গোর থেকে পেয়েছেন ‘স্মার্ট বোলারের’ তকমা। আরেক স্পিনার মেহেদী মিরাজকেও প্রশংসায় ভাসিয়েছেন এই প্রোটিয়া কোচ।

এলাম, দেখলাম, জয় করলাম। একদিনের ক্রিকেটে নাসুম আহমেদের গল্পটা অনেকটা এরকমই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২২ ম্যাচ খেলার পর ওয়ানডে অভিষেক হয়েছে নাসুম আহমেদের। প্রথম ম্যাচে ৮ ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচেই মিটিয়েছেন আক্ষেপ। ১০ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট। ফলাফল অভিষেকেই সিরিজ জয়ের আনন্দ। উদযাপনেও ছিলেন অনন্য। জানিয়ে দিলেন, দলে নতুন টাইগারের আগমনের সংবাদ।

বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, বল হাতে তার নিয়ন্ত্রণ দুর্দান্ত। টি-টোয়েন্টি ক্রিকেট অনেক খেলেছে সে। সে স্মার্ট বোলার। ব্যাটারদের জায়গা দেয় না, আলগা বল করে না। সে জানে কখন লেংথ টেনে বল করতে হবে, কখন ধীরে বল করতে হবে।

শুধু বল হাতেই নিয়ন্ত্রণ নয়, ফিল্ডিংয়েও চোখে পড়ার মতো উন্নতি নাসুমের। সাকিবের বিকল্প হিসেবে দলে জায়গা পেলেও ঘুম হারাম করেছেন নির্বাচকদের। সবমিলিয়ে এই বাঁহাতি স্পিনারে তৃপ্তির হাসি কোচ রাসেল ডোমিঙ্গোর।

নাসুমের ফিল্ডিং নিয়ে রাসেল ডোমিঙ্গো বলেন, নাসুম ফিল্ডিংয়ে অভাবনীয় উন্নতি করেছে। ওকে নিয়ে আমি খুবই সন্তুষ্ট। ওয়ানডেতে সাকিব-মিরাজের কারণে সে খুব একটা সুযোগ পায়নি। তবে উইন্ডিজে এসে সে দারুণভাবে সুযোগ কাজে লাগিয়েছে। আমি খুশি সে পরিশ্রমের ফল পাচ্ছে।

সিরিজে বল হাতে ছড়ি ঘুরিয়েছেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে ৩ উইকেট শিকারের পর নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ৪ উইকেট।

/এনএএস

Exit mobile version