Site icon Jamuna Television

নাটোরে নকল প্রসাধনী বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠান মালিকের ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত প্রসাধনীগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে শহরের আলাইপুর এলাকার উত্তরা প্লাজার র‍্যাব-৫ এর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা শাখা অভিযান পরিচালনা করে।

র‍্যাব-৫, সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে শহরের আলাইপুরে উত্তরা প্লাজায় অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনীর গায়ে আমাদানীকারকের সীল ও মূল্য ব্যবহার না করায় এবং নকল প্রসাধনী বিক্রি করার অপরাধে এ এস ট্রেডার্সে এক লাখ টাকা জরিমানা ও ৫ হাজার ৩৫০ প্যাকেট নকল প্রসাধনী জব্দ করা হয়।

এছাড়া আমাদের স্টোরের ২০ হাজার টাকা ও ২ হাজার ৫০০ প্যাকেট নকল প্রসাধনী জব্দ, আছির ব্রাদার্সের ৪০ হাজার টাকা ও ১ হাজার ২০০ প্যাকেট নকল প্রসাধনী জব্দ, ভাই-বোন স্টোরে ৫০ হাজার টাকা এবং মিতালী স্টোরে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের নির্দেশে জব্দকৃত প্রসাধনীগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জরিমানার আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।

/এনএএস

Exit mobile version