Site icon Jamuna Television

বাংলাদেশ থেকে ন্যায়বিচার নিরুদ্দেশ হয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে বলা হয়, আইনের রাজনৈতিক ব্যবহারের কারণে ন্যায়বিচার বাংলাদেশ থেকে নিরুদ্দেশ হয়েছে। উচ্চ আদালতে জামিনে থাকার পরও দায়রা জজ আদালত বগুড়া জেলা বিএনপির কয়েকজন নেতাকে কারাগারে পাঠানোয় এ বিবৃতি দেন মির্জা ফখরুল। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে আইন, বিচার, প্রশাসন সম্পূর্ণ রূপে সরকারের হাতের মুঠোয়। মানুষ আদালত থেকে আর ন্যায়বিচার পায় না। আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার হীন স্বার্থ হাসিল করছে বলেও অভিযোগ করেন ফখরুল।

/এমএন

Exit mobile version