পিকে হালদারসহ ছয়জনের বিরুদ্ধে আজ কলকাতার আদালতে শুনানি

|

গ্রেফতারের সময় পি কে হালদার।

হাজার কোটি অর্থপাচারকারী পি কে হালদারসহ ছয় অভিযুক্তের বিরুদ্ধে দায়েরকৃত চার্জশিটের ওপর আজ কলকাতার আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

আজ শুক্রবার (১৫ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ অভিযুক্তদের নগর দায়রা আদালত বা ব্যাঙ্কশাল কোর্টে হাজির করা হবে। সিবিআই এর ৩ নম্বর কক্ষে বসবে বিচার ব্যবস্থা। মামলাটি ভবিষ্যতে রাজ্য পুলিশ বা সিবিআইর হাতে যায় তা চার্জশিটের ওপর আদালতের শুনানিতে নির্ভর করবে। গ্রেফতারের ৫৯ দিনের মাথায় গেলো মঙ্গলবার আদালতে প্রাথমিক চার্জশিট দাখিল করে ভারতীয় গোয়েন্দা বিভাগ (ইডি)।

সরকারি কৌঁসুলি অরিজিৎ চক্রবর্তী জানান, পিকে হালদারসহ মোট ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। তবে, নতুন কোনো ধারায় তাদের অভিযুক্ত করা হয়নি। প্রাথমিকভাবে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২’ মামলায় জমা দেয়া হয়েছে চার্জশিট। অভিযুক্তরা ছাড়াও তাদের দুটি সংস্থার নামও লিপিবদ্ধ করা রয়েছে।

আরও পড়ুন: স্কুলে বিশ্রাম নিচ্ছিল শিক্ষার্থীরা, হঠাৎ ভূমিধসে ৩ জনের মৃত্যু

গেলো ১৪ মে অশোকনগরে চাঞ্চল্যকর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পি কে হালদারকে। বেরিয়ে আসে পাচারকৃত অর্থে গড়ে তোলা বিশাল সাম্রাজ্যের তথ্য।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply