বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে নানী-নাতনীর মৃত্যু

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে নানী ও নাতনীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাতনী এখনও নিখোঁজ রয়েছে। শুক্রবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে বন্দান গ্রামে চিলাই বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বন্দান গ্রামের জুলমত আলীর স্ত্রী সাথিয়া আক্তার (৬২) এবং তার নাতনী বসুগাঁও এলাকার বুলবুল মিয়ার মেয়ে সায়মা (৫)।

বাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মঞ্জুর আলী জানান, ঈদের ছুটিতে নানির বাড়িতে বেড়াতে এসেছিলেন বসুগাঁও এলাকার বুলবুল মিয়ার স্ত্রী ও মেয়ে। শুক্রবার সকাল ১০টার দিকে বন্দান থেকে নানী নাতনীসহ আরও ৪ জন একটি ছোট ডিঙ্গি নৌকায় করে বেড়াতে যাচ্ছিলেন। নৌকাটি চিলাই বিল দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বিলের মাঝখানে ডুবে যায়। এতে নানী সাথিয়া আক্তার ও নাতনী সায়মা পানিতে তলিয়ে যায়। অন্যরা সাতরে বিলের মাঝে থাকা বিভিন্ন গাছ ধরে রক্ষা পায়। তাদের চিৎকারে বিলের ধারের স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এ সময় স্থানীয়রা চেষ্টা চালিয়ে নানী সাথিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে। নাতনী সায়মাকে পানিতে খুঁজে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। বেলা তিনটা পর্যন্ত নিখোঁজ সায়মার সন্ধান পাওয়া যায়নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply