হার্ট অ্যাটাক করে মীরাক্কেল খ্যাত কমেডিয়ান ও অভিনেতা জামিল হোসেন রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছেন। অভিনয়শিল্পী সংঘের কার্যকরী পরিষদের সদস্য ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুকে জামিলের একটি ভিডিও বার্তা শেয়ার করে ঊর্মিলা লিখেছেন, ডাক্তার নিশ্চিত করেছেন, জামিল ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে। তবে তিনি আগের থেকে কিছুটা ভালো আছেন। বাকি চিকিৎসা চালু আছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
সেই ভিডিওতে জামিল বললেন, ‘ভালো আছি। সবাই দোয়া করবেন।’
ভারতীয় টেলিভিশন জি বাংলার জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডি শো ‘মীরাক্কেল’ এর ষষ্ঠ সিজনে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন নোয়াখালীর জামিল হোসেন। নাট্যাঙ্গনে খ্যাতি পেয়েছেন।
/এনএএস
Leave a reply