Site icon Jamuna Television

‘আমদানি সিনেমা ঈদসহ কোন উৎসবে প্রদর্শন করা যাবে না’

যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া কোন ধরনের আমদানি করা সিনেমা ঈদসহ কোন উৎসবে প্রদর্শন করা যাবে না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। গত ১২ মে এক রিটের প্রেক্ষিতে ঈদ, পূজা এবং পহেলা বৈশাখের মতো উৎসবে এদেশের ছাড়া কোন ধরনের আমদানি ও যৌথ প্রযোজনার ছবি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে বিরুদ্ধে আপিল করেন হল মালিকরা। এ আপিলের শুনানি শেষে ঈদসহ জাতীয় উৎসবের সময় যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া আমদানিককৃত সিনেমা প্রদর্শন করা যাবেনা বলে আদেশ দিলেন আপিল বিভাগ।

Exit mobile version