রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী কালুখালীর রতনদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মর্জিনা বেগম (৩২) ও তার (৪) মাস বয়সী শিশু মেয়ে চাঁদনীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলে রতনদিয়া ইউনিয়নের বহর কালুখালী গ্রামে এ ঘটনা ঘটে
জানা গেছে, কৃষক হোসেন আলী কিছুদিন আগে গ্রামে টিনের বেড়া দিয়ে একটি ছাপড়া ঘর তোলেন। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে হোসেন আলী মাঠে পাট কাটতে যান। বিকেলের দিকে তার স্ত্রী মর্জিনা খাতুন তার শিশু মেয়েসহ ঘরে ঢুকতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আহত হয়।
পরে আহত অবস্থায় প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
/এসএইচ
Leave a reply