Site icon Jamuna Television

মধ্যরাতে ঘরে ঢুকে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে সদর উপজেলার হাটশ-হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে গুলির শব্দ শুনে তার কক্ষে ছুটে যান পরিবারের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যা বলে ধারণা করছে পুলিশ।

ডিউটিরত ডাক্তার জানান, রোগী যখন আমি পাইছি তখন তিনি মৃতই ছিলেন, হয় রাস্তায় বা বাড়িতে মারা গিয়েছিলো। মাথার ডানপাশে একটি গুলির চিহ্ন ছিলো।

এদিকে এসপি জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। আমার ধারণা অচিরেই এ ঘটনার রহস্য বের করে ফেলবো।

Exit mobile version