সহকর্মীকে গুলি করে আত্মহত্যা ভারতীয় সেনা সদস্যের!

|

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এক সেনা সদস্য তার সহকর্মীকে গুলি করার পর নিজে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ জুলাই) এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সরকারি সূত্র। খবর এনডিটিভির।

সরকারি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সুরানকোট এলাকায় রোড ওপেনিং পার্টি (আরওপি) অনুশীলনের সময় নায়েক ইমতিয়াজ আহমেদের সঙ্গে সিপাহী ইবরারের ঝগড়া হয়। পরে ক্ষোভের বশবর্তী হয়ে ইমতিয়াজ তার সার্ভিস অস্ত্র থেকে ইবরারের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইবরার। এছাড়া এ ঘটনায় আরও দুই সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে। পরে, ইমতিয়াজ নিজের উপর গুলি চালায় এবং হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান।

আরও পড়ুন: মহারাষ্ট্রে নিজ কন্যাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

সূত্র আরও জানায়, আহত সেনাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় মামলা দায়ের করে এরইমধ্যে তদন্ত শুরু করেছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply