একের পর এক চমক উপহার দিয়ে চলছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। এবার বৃহস্পতি গ্রহের ছবি তুলে নতুন করে চমক সৃষ্টি করলো জেমস ওয়েব।
গত বৃহস্পতিবার (১৪ জুলাই) তোলা গ্রহটির বেশ কিছু দুর্দান্ত ছবি প্রকাশ করেছেন নাসার গবেষকেরা। এতে বৃহস্পতি গ্রহের তিনটি চাঁদ স্পষ্টভাবে দেখা যায়। এমনকি গ্রেট রেড স্পট নামে গ্রহটির দানবীয় ঝড়ও স্পষ্টভাবে দেখা গেছে ছবিতে। এসব ছবি তোলার জন্য লং ওয়েভ লেন্হ ফিল্টার ব্যবহার করা হয়েছে।
২০২১ সালের ২৫ ডিসেম্বর জেমস ওয়েব টেলিস্কোপটি মহাকাশে পাঠানো হয়। এটি মূলত মহাকাশের গভীরে অতীতের বিষয়গুলো তুলে আনার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে। গেল মঙ্গলবার থেকে জেমস ওয়েব টেলিস্কোপটি আনুষ্ঠানিকভাবে বৈজ্ঞানিক কার্যক্রম শুরু করেছে।
আরও পড়ুন: হঠাৎ গোলাপি বর্ণ ধারণ করেছে অ্যান্টার্কটিকার আকাশ
প্রসঙ্গত, গত ১২ জুলাই প্রথমবারের মতো বৈজ্ঞানিক মানের বেশ কিছু ছবি প্রকাশ করে বিশ্বকে চমকে দেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের গবেষক দল। সূত্র: ইউরো নিউজ।
জেডআই/
Leave a reply