শখে মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ!

|

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলার সীমান্ত নদী মহানন্দায় শখের বসে মাছ ধরতে যাওয়া এক একদল যুবকের জালে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শনিবার (১৬ জুলাই) তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের মহানন্দা নদীতে মাছটি ধরা পড়ে৷

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকার বেশ কয়েক জন যুবক শখের বসে জাল নিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান৷ নদীতে জাল ফেলে টানার এক পর্যায়ে জালে তারা বড় মাছের অবস্থান টের পান৷ পরবর্তীতে মাছের অবস্থান বুঝে দীর্ঘক্ষণ চেষ্টার পর যুবকরা তাদের জালে মাছটি আটকাতে সক্ষম হন৷ অনেকের ধারণা, সীমান্তবর্তী উপজেলার মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হওয়ায় মাছটি ভারতে থেকে আসতে পারে।

এদিকে, বাঘাইর মাছটি যুবকরা নদী থেকে তাদের বাড়িতে নিয়ে গেলে উৎসুক জনতা মাছটি এক পলক দেখার জন্য ভিড় জমান৷ অনেকেই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করেছে৷

এ বিষয়ে মাছ শিকারী যুবক মনির হোসেন ও জীবন বলেন, আমরা ২০ জন শখের বসে নদীতে মাছ ধরতে যাই৷ পরে নদীতে জাল ফেলার কিছুক্ষণের মধ্যে বড় মাছের উপস্থিতি টের পেয়ে সকলের প্রচেষ্টায় বাঘাইর মাছটি ধরতে সক্ষম হই৷ যেহেতু আমরা শখের বসে মাছ ধরতে গিয়েছিলাম তাই আমরা মাছটি নিজেরাই ভাগ করে নিবো বলে সিদ্ধান্ত নিয়েছি৷ অনেকেই মাছটি কেনার জন্য আমাদের বাড়িতে আসলেও আমরা মাছটি বিক্রি না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি৷

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাবান্ধা ইউনিয়নে আরেকটি ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছিলে। সেটি তারা স্থানীয় বাজারে তোলা হলে মাছটি প্রতি কেজি ১৫০০ টাকা দরে বিক্রি হয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply