শ্রীলঙ্কার পার্লামেন্টে বিশেষ অধিবেশন, ‘শূন্য’ ঘোষিত হলো প্রেসিডেন্টের পদ

|

শ্রীলঙ্কার পার্লামেন্ট। ছবি: সংগৃহীত।

নতুন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কার পার্লামেন্টে। স্থানীয় সময় শনিবার (১৬ জুলাই) সকাল ১০টায় শুরু হয় অধিবেশন। মাত্র ১৩ মিনিটের বিশেষ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ‘শূন্য’ বলে ঘোষণা করা হয় প্রেসিডেন্টের পদ। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পার্লামেন্টের বিশেষ অধিবেশনে পড়ে শোনানো হয় গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র। আগামী বুধবার হবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। স্পিকার জানান, ১৯ জুলাই ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থীদের নাম। সেদিন সকাল ১০টার মধ্যে প্রার্থীদের নাম জমা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। শুক্রবারই (১৫ জুলাই) নিজ নিজ দলের প্রার্থী নির্বাচন নিয়ে বৈঠক করেছে রাজনৈতিক দলগুলো।

ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে নিশ্চিত হয়েছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের নাম। শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার তিনদিনের মধ্যে পার্লামেন্ট অধিবেশন বসার নিয়ম। দেশে স্থিতিশীলতা ফেরাতে প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে সব দলের সহযোগিতা কামনা করেন স্পিকার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply