মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪ নৌবাহিনীর সদস্য

|

বিধ্বস্ত সামরিক হেলিকপ্টার। ছবি: সংগৃহীত।

মাদক বিরোধী অভিযানের সময় মেক্সিকোয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন সামরিক বাহিনীর অন্তত ১৪ সদস্য। বিষয়টি নিশ্চিত করে দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত সবাই ছিলেন নৌবাহিনীর সদস্য। খবর রয়টার্সের।

শুক্রবার (১৫ জুলাই) দেশটির সিনালোয়া প্রদেশে এই ঘটনা ঘটে। ওই হেলিকপ্টারটিতে ১৫ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে বেঁচে গেছেন মাত্র একজন সদস্য। বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি।

এ নিয়ে মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল জানান, আঞ্চলিক মাদকসম্রাট রাফায়েল কুইন্টেরোকে গ্রেফতারে চালানো হয় ওই অভিযান। তবে যান্ত্রিক ত্রুটি নাকি মাদক পাচারকারীদের গুলিতে হেলিক্প্টারটি বিধ্বস্ত হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ নিয়ে সরকারের তরফ থেকে কিছু স্পষ্ট করা হয়নি।

মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, মাদক বিরোধী অভিযানের বিষয়ে কোনো তথ্য জানা ছিল না তাদের। এ ঘটনায় শোক প্রকাশ করেছে মেক্সিকোর নৌবাহিনী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply