বাংলাদেশে অস্ত্র নিয়ে আসছিল বিধ্বস্ত হওয়া কার্গো বিমানটি

|

গ্রিসে বিধ্বস্ত হওয়া কার্গো বিমানটি মাইনসহ ১১ টন অস্ত্র নিয়ে বাংলাদেশে আসছিল। বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (১৬ জুলাই) সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে ইউক্রেনভিত্তিক প্রতিষ্ঠান পরিচালিত আন্তোনভ অ্যান-১২ কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। কার্গো বিমানটিতে সার্বিয়ার তৈরি এসব অস্ত্রসহ আটজন আরোহী ছিলেন। এদের সকলে নিহত হন।

এদিকে, কার্গো বিমানটি এসব অস্ত্র নিয়ে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজা স্টেফানোভিচ-ও। ঢাকায় পৌঁছানোর আগে জর্ডান, সৌদি আরব ও ভারতে যাত্রাবিরতি করার কথা ছিল কার্গো বিমানটির।

দুর্ঘটনাস্থলে আগুন জ্বলছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইঞ্জিনের ত্রুটি দেখা দিলে গ্রিসের কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন পাইলট। কিন্তু সিগন্যাল হারিয়ে গেলে রানওয়েতে আর পৌঁছানো সম্ভব হয়নি। কাভালা শহরের কাছে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply