ভারতে মাঙ্কিপক্সের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি শিশু

|

ছবি: সংগৃহীত।

ভারতে শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। এবার অন্ধ্রপ্রদেশে আরও এক শিশুর শরীরে মিলেছে এই ভাইরাসের লক্ষণ। চিকিৎসকরা বলছেন, এরই মধ্যে ওই শিশুর রক্তের নমুনা পুনের জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ফলাফল এখনও আসেনি। খবর হিন্দুস্তান টাইমসের।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই শিশুর পবিরার কয়েকদিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছে। এরপরই তার শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা যায়। বর্তমানে ওই শিশুর পুরো পরিবার কোয়ারেন্টাইনে আছে বলেও জানানো হয়েছে।

এর আগে, চলতি মাসেই কেরালায় মাঙ্কিপক্সের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন কেরালার এক ব্যক্তি। গত ১২ জুলাই তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফিরেছিলেন বলে জানা গেছে। এরপরই দ্রুত সময়ের মধ্যে তার পরিচয় শনাক্ত করে ওই ফ্লাইটে থাকা ১১ জন যাত্রী, তার পরিবারের সদস্য, একজন অটো চালক, একজন ট্যাক্সি ড্রাইভার এবং একটি বেসরকারি হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞকে পর্যবেক্ষণের নেয়া হয়। তাদের প্রত্যেকের সংস্পর্শেই এসেছিলেন তিনি। ওই ফ্লাইটের যাত্রীরা ভ্রমণ করেছেন ভারতের এমন ৫টি জেলায় জারি করা হয় বিশেষ সতর্কতা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply