নিলামে তোলা হচ্ছে হিটলারের একটি স্বর্ণের হাতঘড়ি। এই নিলামের আয়োজন করছে আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশনস। সংস্থাটি জানায়, ১৯৩৩ সালের ২ এপ্রিল ঘড়িটি হিটলার তার ৪৪তম জন্মদিনের পুরস্কার হিসেবে পেয়েছিলেন।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, নিলামে ঘড়িটির দাম ২ থেকে ৪ মিলিয়ন মার্কিন ডলার উঠতে পারে। ১৯৪৫ সালের ৪ মে মিত্রবাহিনীর হানায় পিছু হটেন হিটলার। অভিযান চালানোর সময় এক ফরাসি সেনা ঘড়িটি খুঁজে পান বলে জানা যায়।
জন্মদিনের কথা বলা হলেও, হিটলারকে কেন ঘড়িটি পুরস্কার হিসেবে দেয়া হয়েছিল তা নিয়ে রয়েছে ভিন্নমত। একাংশের মতে, ১৯৩৩ সালে যেদিন নাৎসি পার্টি নির্বাচনে জয়লাভ করেছিল, সেদিন পুরস্কার হিসেবে ঘড়িটি উপহার দেয়া হয়েছিল। আবার অনেকের মতে, ১৯৩৩ সালে জামার্নির চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হওয়ার পর পুরস্কার হিসেবে হিটলার ঘড়িটি পেয়েছিলেন।
/এনএএস
Leave a reply