Site icon Jamuna Television

ঢাকায় বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন শুরু

ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ে ৫২তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

রোববার (১৭ জুলাই) থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই সম্মেলন। বিকেল ৩টায় ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে বাংলাদেশ-ভারত উভয় দেশের মহাপরিচালক পর্যায়ে বৈঠকটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদের নেতৃত্বে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে নয় সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করছে।

এই সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ এবং স্বর্ণ ও অন্যান্য চোরাচালানসহ দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

/এডব্লিউ

Exit mobile version