Site icon Jamuna Television

টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহকে নিয়ে দোলাচলে বিসিবি

দায়িত্বে থাকছেন মাহমুদউল্লাহ, নাকি থাকছেন না?

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি মাত্র তিন মাস। অথচ এমন সময়ে অধিনায়ক নিয়ে দোলাচলে বিসিবি। বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদই অধিনায়ক থাকবেন কি না, এমন প্রশ্ন উড়ছে বাতাসে। সেই গুঞ্জনের পালে হাওয়া দিলেন স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বললেন, রিয়াদের ক্যাপ্টেন্সির ভবিষ্যত নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন আরও মাসখানেক পর। তবে অধিনায়ক পরিবর্তন করলেই যে আহামরি কোনো পরিবর্তন আসবে, এমনটিও মনে করেন না তিনি।

টেস্ট নিয়েও পরিস্থিতি ছিল অনেকটা একইরকম। সাফল্য পেতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও অজানা নয়। তারপরও নিউজিল্যান্ডে টেস্ট জয়ী অধিনায়ক মুমিনুল হককে সরে যেতে হয়েছিল ব্যক্তিগত পারফরমেন্সের অজুহাতে। ব্যাটে রান পাওয়ায় প্রশ্ন উঠেছে রিয়াদের অধিনায়কত্ব নিয়েও। এমন অবস্থায় বোর্ডের খুব বেশি আস্থা আছে টি-টোয়েন্টি ক্যাপ্টেনকে ঘিরে, পরিস্থিতি এমনটিও নয়। অথচ দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের বাকি নেই তিনমাসও। আছে এশিয়া কাপও। কিন্তু অধিনায়ক নিয়ে এমন ধোঁয়াশা কতটা সুখকর? জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এ মুহূর্তে এটি বলা কঠিন। আমার মনে হয়, এই সিদ্ধান্ত নিতেও আমাদের মাস চলে যাবে।

বিসিবি সভাপতির এমন কথার অর্থ হচ্ছে, জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক রিয়াদই থাকছেন। তবে তামিমের না থাকায় অবাক নন বিসিবি সভাপতি। তিনি জানান, এই খবর আগে থেকেই তার জানা। ওয়ানডে সিরিজে উইন্ডিজকে তামিমদের হোয়াইট ওয়াশে দারুণ খুশি পাপন। শেষ ওয়ানডে নিয়ে অবশ্য রোমাঞ্চ ছুঁয়েছিল খোদা ক্রীড়াপাগল প্রধানমন্ত্রীকেও।

আরও পড়ুন: সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার শেখাতে মাইন্ড ট্রেনার নিয়োগের পক্ষে স্টুয়ার্ট ল

/এম ই

Exit mobile version