পাঁচ বছরের চুক্তিতে ম্যান ইউতে মার্টিনেজ

|

২০১৯ থেকে ২০২২, এই সময়টাতে ডাচ ক্লাব আয়াক্সের জার্সিতে মাঠ মাতিয়েছেন আর্জেন্টাইন তারকা মার্টিনেজ। দু’টি লিগ শিরোপা জয়ের পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে আয়াক্সের সেরা খেলোয়াড়ের তকমা।

নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে আয়াক্স থেকে মার্টিনেজকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫ বছরের চুক্তিতে এ আর্জেন্টাইন সেন্টার ব্যাককে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি। লিসান্দ্রো মার্টিনেজকে দলে টানতে ম্যান ইউর খরচ হয়েছে প্রায় ৬৭ মিলিয়ন ইউরো।

আয়াক্সের রক্ষণ সামলিয়ে ১২০ ম্যাচে মার্টিনেজের গোল সংখ্যা ৬টি। ২০১৯ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় এই সেন্টার ব্যাকের। আকাশি-সাদা জার্সিতে এখন পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন ৭টি।

এদিকে, আক্রমণভাগের শক্তি বাড়াতে রাঁস থেকে ধারে পিএসজিতে যোগ দিয়েছেন হুগো একিটিকে। এক বিবৃতিতে প্যারিসের ক্লাবটি জানিয়েছে, নতুন মৌসুমের শেষ পর্যন্ত খেলবেন তিনি।

সাড়ে তিন কোটি ইউরোতে এই ফরাসি ফুটবলারকে সরাসরি কিনে নিতে চেয়েছিল পিএসজি। তবে দুই ক্লাব সমঝোতায় পৌঁছাতে না পারায় ধারে খেলতে হচ্ছে একিটিকেকে। রাসেঁর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ গোল করেন একিটিকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply