বিএনপিকে বাধ্য করতে পারি না: সিইসি

|

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে না আসার বিএনপির আগাম ঘোষণার পক্ষে বা বিপক্ষে আমাদের কোনো বক্তব্য নেই৷ বিএনপিকে বাধ্য করতে পারি না৷

রাজনৈতিক দলগুলোর সাথে পর্যায়ক্রমে সংলাপ করছে ইসি। সংলাপের দ্বিতীয় দিনে সোমবার (১৮ জুলাই) নির্বাচন কমিশন ভবনে তিনি এ কথা বলেন। এদিন সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে ইসির সংলাপ শুরু হয়। গতকাল রোববার শুরু হওয়া এ সংলাপ শেষ হবে ৩১ জুলাই।

সংলাপে কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বা স্বীয় সক্ষমতাবলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নতুন কমিশন গঠন করে অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে, তাতে বর্তমান কমিশনের অসন্তুষ্টির কারণ থাকতে পারে না। দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে না। দায়িত্ব ছেড়ে দিয়ে পথ সুগম করে দিব। যেকোনো উপায়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য। এদিকে, নির্বাচনের জন্য ইসি অনুকূল পরিবেশ তৈরি করতে চায় বলেও জানানো হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply