তীব্র দাবদাহে দেশজুড়ে বাড়ছে ডায়রিয়া ও পানিবাহিত রোগ

|

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর ভিড়।

দেশজুড়ে তীব্র দাবদাহে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ পানিবাহিত নানা রোগ। বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। এতে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক আর নার্সদের। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু আর বয়স্করা। চিকিৎসকরা বলছেন, এ সময়টাতে শিশু আর বয়স্কদের প্রতি যত্নবান হতে হবে। গরমের মধ্যে প্রচুর পরিমাণে পানি পানেরও পরামর্শ দিচ্ছেন তারা।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ৩০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে সক্ষমতার তুলনায় দ্বিগুণ রোগী ভর্তি আছে। রোগীর চাপে হাসপাতালে শয্যা পাওয়া যাচ্ছে না। বেডে জায়গা না পেয়ে মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ। গরমের মধ্যেও টানা বিদ্যুৎ বিভ্রাট ভোগান্তি বাড়িয়েছে।

চিকিৎসকরা বলছেন, তীব্র গরমের মধ্যে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো। বাইরের বাসি খাবার না খাওয়ারও পরামর্শ দিচ্ছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রানা নূর শামস বলেন, এ গরমে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। পানি কম পান করলে হিট স্ট্রোকের মতো খারাপ পরিস্থিতি হতে পারে বলেও জানান তিনি।

প্রতিদিন হাসপাতালের জরুরি বিভাগ আর বর্হিবিভাগে চিকিৎসা নিচ্ছে দেড় শতাধিক রোগী। রোগীর চাপ বাড়ছে দেশের অন্যান্য জেলার হাসপাতালগুলোতেও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply