পূর্ণিমার জোয়ারের পানিতে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে ৭টি গ্রাম। রোববার (১৭ জুলাই) সকাল থেকে অতিরিক্ত জোয়ারের কারণে দক্ষিণ বেদকাশা ইউনিয়নের চরামুখা এলাকার বেড়িবাঁধ ভাঙতে শুরু করে। এতে পানিবন্দি হয়ে পড়ে ৭টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার। বেড়িবাঁধ ভাঙার ফলে তলিয়ে গেছে চিংড়ি ঘের আর ফসলি জমি।
এদিকে, লক্ষ্মীপুরে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের কারণে রামগতি ও কমলনগরের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগে কয়েক হাজার মানুষ। গত তিনদিন ধরে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
জোয়ারের পানির তোড়ে ভয়াবহ রূপ নিয়েছে ভাঙন। এছাড়া এখনো ভাসছে সাতক্ষীরা-বরগুনার বিস্তীর্ণ জনপদ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট।
এসজেড/
Leave a reply