Site icon Jamuna Television

‘অফিস সময় কমবে নাকি হোম অফিস, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ফাইল ছবি।

বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমিয়ে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত করা হতে পারে নাকি হোম অফিস করতে হবে; এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে দ্রুতই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (১৮ জুলাই) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান। বলেন, অফিসে বিদ্যুৎ কম ব্যবহার করার বিষয়টিও পরিকল্পনা করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা যাতে গাড়ি ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হয় সে বিষয়ে নজর রাখা হবে। সরকারি অফিসে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

/এমএন

Exit mobile version