বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়ের জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর ওয়ারী থানায় জিডি করেছেন তার স্ত্রী মাধুরী রায়। জিডিতে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে হুমকিদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বুধবার রাতে এ খবর ছড়িয়ে পড়লে ক্রীড়াঙ্গণে তোলপাড় পড়ে যায়।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, আবু নাইম সোহাগ ফোনে মাধুরী রায়কে বলেন, বাদল রায় যেন বাফুফে ভবনে আর না যান। আজ এ বিষয়ে বিস্তারিত কথা বলতে পারেন বাদল রায় ও তার স্ত্রী।
রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার বাদল রায় গত বছরের জুনে আকস্মিক মস্তিকে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাৎক্ষণিক হস্তক্ষেপে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসেন। গত ডিসেম্বরে দ্বিতীয় দফায় আবারো অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে সুস্থ আছেন সাবেক এই ফুটবলার।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply