কুমিল্লার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আগামী ২৪ জুন পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এর ফলে, ঈদুল ফিতরের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির বিষয়টি আটকে গেল।
বাংলাদেশে গত ১৮ মে থেকে রোজা শুরু হয়েছে। সে হিসাবে আগামী ১৬ বা ১৭ জুন পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ফলে খালেদা জিয়ার ঈদ কাটবে কারাগারে এবং ঈদের এক সপ্তাহ পর তার জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, কুমিল্লায় নাশকতার দুই মামলায় সোমবার হাইকোর্ট খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন। তবে একই বেঞ্চ নড়াইলের মানহানির একটি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দেন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত। সেদিন থেকেই নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া। সে মামলায় জামিন পেলেও অন্যান্য মামলার সমীকরণ বলছে এবারের ঈদুল ফিতর কারাগারেই কাটাতে হচ্ছে বিএনপি নেত্রীকে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply