জরিমানা করার প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

|

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার প্রতিবাদে গোপালগঞ্জ শহরে সব দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে গতকাল শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশাসন। জরিমানা করা হয় ৮ জন ব্যবসায়ীকে। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সম্মিলিত ব্যবসায়ী সমিতি। ঘোষণা অনুযায়ী সকাল থেকে বন্ধ রয়েছে শহরের মুদি দোকান, কাঁচা বাজার, স্বর্ণের দোকানসহ সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনার সুষ্ঠু সমাধান ছাড়া দোকানপাট না খোলার কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply