শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন আজ

|

শ্রীলঙ্কার বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন আজ। ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো গোপন ব্যালটে হবে ভোটাভুটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনে পার্লামেন্টের ২২৫ সদস্য ভোট দেবেন। এ নির্বাচনে প্রধান তিন প্রার্থী হচ্ছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ক্ষমতাসীন এসএলপিপির নেতা ডুল্লাস আলা-হাপ্পেরুমা আর বামপন্থী নেতা অনুরা কুমারা দেশানায়েক।

নির্বাচনী দৌড়ে এগিয়ে আছে পাঁচবারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তার প্রতি রাজাপাকসে পরিবারসহ ক্ষমতাসীনদের বড় অংশ জানিয়েছে প্রকাশ্য সমর্থন। শক্ত প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দলের নেতা ডুল্লাস। ১৯৯৪ সালে প্রথম লঙ্কান পার্লামেন্টে প্রবেশ করেন ষাটোর্ধ্ব সাবেক এই সাংবাদিক। তথ্য ও গণমাধ্যম মন্ত্রী হিসেবে পালন করেছেন দায়িত্ব। গণবিক্ষোভের সময় গেলো এপ্রিলেই তিনি পদত্যাগ করেন। আইনপ্রণেতাদের ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীকে অর্জন করতে হবে জনতার আস্থাও।
/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply