দাবদাহে ব্রিটেনে বাড়ছে অগ্নিকাণ্ড

|

রেকর্ড দাবদাহের প্রভাবে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে বাড়ছে অগ্নিকাণ্ড। মঙ্গলবার (১৯ জুলাই) দেশটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তাপমাত্রা। খবর রয়টার্সের।

জাতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, লিংকনশায়ারে ছিলো সর্বোচ্চ ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া ৩৩টি এলাকায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা লিপিবদ্ধ করা হয়। যারফলে, দেশটির পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় হয় অগ্নিকাণ্ড। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখে ওয়েনিংটন। তৃণভূমিতে ছড়িয়ে পড়ে আগুন।

তাছাড়া রেললাইনের পাটাতন অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং ইলেকট্রিক ক্যাবলে ত্রুটি দেখা দেয়ায় বন্ধ ছিলো বিভিন্ন রুটের ট্রেন চলাচল। উত্তর লন্ডনের একটি নার্সারি পুড়ে গেছে দাবানলে। অসুস্থ দু’জনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।

২০০৩ সালের পর, আবারও ভয়াবহ তাপপ্রবাহের মুখোমুখি ব্রিটেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply