ক্রাইমিয়া দখলের কৌশলেই ইউক্রেনের আরও ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চায় পুতিন প্রশাসন। সে লক্ষ্যে আগামী সেপ্টেম্বরেই দখলকৃত অঞ্চলগুলোয় গণভোট আয়োজন করতে পারে তারা।
গত সোমবার গোয়েন্দা বিভাগের বরাতে এমন দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, এরইমধ্যে প্রস্তুত করেছে প্রাথমিক ক্ষেত্র। অভিযোগ করেন, নিয়ন্ত্রণে নেয়া অঞ্চলগুলোর প্রশাসনে অবৈধভাবে নিয়োগ করা হচ্ছে রুশপন্থী কর্মকর্তা। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, টার্গেটে থাকা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক। ইউক্রেনের কাছ থেকে ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে রাশিয়া। এক গণভোটের পর অঞ্চলটি নিজেদের অংশ হিসেবে ঘোষণা দেয়। কিয়েভপন্থীরা প্রত্যাখ্যান করেছিল ভোট। কিরবি বলেন, একই কৌশলের পুনরাবৃত্তি করতে চাইছেন ভ্লাদিমির পুতিন।
জন কিরবি বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য আছে। ইউক্রেনের সার্বভৌমত্ব সরাসরি লঙ্ঘন করতে চাইছে রাশিয়া। দখলকৃত অঞ্চলগুলো নিজেদের অংশ বানাতে ব্যবস্থা নিচ্ছে। অবৈধ কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে সেখানে। মিথ্যা গণভোটের আয়োজন চলছে। ২০১৪ সালে ক্রাইমিয়ায় যা দেখেছি, সে পথেই হাঁটছে মস্কো।
/এমএন
Leave a reply