ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য ন্যাটোকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। পশ্চিমাদের ধোকা থেকে মস্কো ও তেহরানকে সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।
তেহরানে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে এসব কথা বলেন খামেনি। আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে দু’দেশের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। তেহরান ও মস্কোর মধ্যে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক বজায় রাখার বিষয়েও আশাবাদ জানান।
খামেনির দাবি, স্বাধীন ও শক্তিশালী রাশিয়া টিকে থাকুক, তা চায় না পশ্চিমারা। ইউক্রেন না হলে ক্রাইমিয়া বা অন্য কোনো ইস্যুতে যুদ্ধ বাধাতো ন্যাটো। তবে, যুদ্ধ-সহিংসতায় সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে দুঃখপ্রকাশ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের প্রভাব ধীরে ধীরে কমিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেয়া উচিত বলে জানান খামেনি।
/এমএন
Leave a reply