বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে আবারও উত্তাল শ্রীলঙ্কা

|

প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে আবারও উত্তাল শ্রীলঙ্কা।
এ সময় বিক্ষোভে অংশ নেন ছাত্রসহ অন্যান্য দলগুলো। খবর এনডটিভির।

মঙ্গলবার (১৯ জুলাই) দিনভর পার্লামেন্ট ভবনের বাইরে অবস্থান নেন ক্ষুব্ধ লঙ্কানরা। ৬ বারের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকায় দেয়া হয় আগুন। শ্লোগানে উঠে আসে তার পদত্যাগ দাবি।

তাদের অভিযোগ, অর্থনৈতিক সংস্কার আর আইএমএফ’র সাথে আলোচনার কথা বললেও, আদতে রাজাপাকসে পরিবারের স্বার্থ এবং মতাদর্শ বহন করছেন রনিল বিক্রমাসিংহে। সে কারণেই দেশ ছেড়ে পালানোর সময় তাকে প্রেসিডেন্ট ঘোষণা করেছেন গোতাবায়া। এমনকি, পলাতক অবস্থায় ছড়ি ঘোরাচ্ছেন শ্রীলঙ্কার রাজনীতিতে।

অর্থনৈতিকভাবে কোণঠাসা লঙ্কানরা বলছেন, রনিল ক্ষমতায় থেকে গেলে কখনোই শ্রীলঙ্কার উন্নয়ন হবে না। বরং, তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে দ্বীপরাষ্ট্রটি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply