শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন রনিল বিক্রমাসিংহে। বুধবার (২০ জুলাই) সে দেশের সংসদ সদস্যদের ২১৯ ভোটের মধ্যে ১৩৪ ভোট পেয়ে জয়ী হলেন রনিল। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী দুলাস পেয়েছেন ৮২ ও দেশনায়েক ৩ ভোট পেয়েছেন।
এর আগে শ্রীলঙ্কার পার্লামেন্টে গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন রনিল বিক্রমাসিংহে।
গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে শ্রীলঙ্কা তার সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে জ্বালানিসহ নিত্য পণ্যের দাম সাধারণ নাগরিকদের নাগালের বাইরে চলে গেছে।
এটিএম/
Leave a reply